Mar 19, 2021

চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুত নয় শিল্প মেলাঃ দর্শকের ভিড়


চাঁপাইনবাবগঞ্জে তাঁত বস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলা এখনও প্রস্তুত হতে পারেনি। গত সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এমেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান। কিন্তু মেলা পরিচালনা কমিটি বলছে মেলা পুরোপুরি প্রস্তুত হবে ২০-২২ মার্চের মধ্যে। ১৫ মার্চ সোমবার মেলা উদ্বোধন হলেও বৃহস্পতিবার সকাল থেকে দর্শকদের জন্য টিকিট চালু করা হয়েছে বলে জানান পরিচালনা কমিটির সদস্য বেনজির আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে মেলা ঘুরে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে বাচ্চাদের নিয়ে কিডস রাইডসগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। তবে তাঁত বস্ত্র ও কসমেটিকস এর স্টলগুলোতে মেয়েদের ভিড় চোখে পড়ার মত। মেলা ঘুরে দেখা যায়, এখনও অনেক স্টল প্রদর্শণীর জন্য প্রস্তুত হয়নি। স্টলগুলোতে সাজসজ্জা করতে দেখা যায়। তবে, ফাস্টফুডের দোকানে যুবক-যুবতীসহ সকল ধরনের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পরিচালনা কমিটি আশাবাদ ব্যক্ত করে বলেন, অনেক  বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ রকম বড় একটা মেলা হচ্ছে। আগামী রোববার-সোমবারের মধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হবে। মেলায় প্রচুর দর্শকের আগমন ঘটবে  এবং জাকজমকপূর্ণ মেলা হবে বলে জানান তারা।

সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত মেলার স্টলগুলো চালু থাকবে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০টাকা মাত্র।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com