
আজকের তুলা ছবি।
চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে পুলিশ ফের মাঠে নেমেছে। গত ২১ তারিখ বেলা ১১ টায় সচেতনতা মূলক লিফলেট ও মাক্স বিতরণের মাধ্যম দিয়ে এ কার্যক্রমের সুচনা শুরু করেন।
পুলিশ সুপার এএইচএম আঃ রবিক জানান; করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জনগনকে মাস্ক ব্যাবহার, স্বাস্থ্যবিধি অনুসরন, সামাজিক দুরত্ব বজায় রাখা, এবং অহেতুক জনসমাগম এড়িয়ে চলতে অনুরোধ করা হলো।
জেলা সিভিল সার্জন জানান; চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে জেলাপ্রশাসনসহ জেলা পুলিশ ব্যাপক প্রচার চালাচ্ছে। তাদের উচিত বলা। জনগণকে সচেতন হতে হবে। নিজের জন্য। নিজের পরিবারের জন্য। জেলায় মোট ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়েছে ৮১০ জন। চিকিৎসাধীন আছে ৫ জন।