Mar 23, 2021

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের কয়েদীর মৃত্যু

ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের মুরশেদ আলী নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। শারিরীক অসুস্থতার কারণে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তার মৃত্যু হয়। তিনি জেলার ভোলাহাট উপজেলার বীরশ্বেদপুর এলাকার মৃত আরশেদ আলীর ছেলে।

 কারাগারের জেল সুপার জানান; সে ভ্রাম্যমাণ আদালতের দেয়া মাসের কারাদণ্ড আসামী। মাদক সেবন করার দায়ে তাকে ভ্রামমান আদালত তাকে দণ্ডাদেশ দেয়। সে গত বছরের নভেম্বর মাসের ২৬ তারিখে জেলা কারাগারে আসে। সে শারিরীক ভাবে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা। কয়েদী নং ৮৭৮/এ। তার মরদেহটি সংবাদ লিখা পর্যন্ত মর্গে আছিলো বলে জানা যায়

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com