Mar 23, 2021

চাঁপাইতে কেকের বদলে পাউরুটি কাটার ঘটনায় তদন্ত


জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈরতলা দাখিল মাদ্রাসায় কেকের বদলে পাউরুটি কাটার ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত রোববার (২১ মার্চ) জেলা প্রশাসন গঠিত সদস্যের তদন্ত কমিটি ওই মাদ্রাসা পরিদর্শন করেন। তদন্ত কমিটির প্রধান রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রকিব, সদস্য রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ। সময় তারা মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, ঘটনায় ওই মাদ্রাসার সুপারসহ আটক জনকে আটক করে পুলিশ। তারা জেলহাজতে রয়েছেন। ঘটনায় গোমস্তাপুর থানায় বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল সমাবেশ করে ১৭ মার্চ সন্ধায়

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com