জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈরতলা দাখিল মাদ্রাসায় কেকের বদলে পাউরুটি কাটার ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত রোববার (২১ মার্চ) জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি ওই মাদ্রাসা পরিদর্শন করেন। তদন্ত কমিটির প্রধান রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রকিব, সদস্য রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ। এ সময় তারা মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, এ ঘটনায় ওই মাদ্রাসার সুপারসহ আটক ৪ জনকে আটক করে পুলিশ। তারা জেলহাজতে রয়েছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী বাদী হয়ে
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে
১৭ মার্চ সন্ধায় ।
