চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন সুষ্ঠ ভাবে গ্রহনের দাবী জানিয়েছেন শিবগঞ্জ পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ওজিউল ইসলাম (ওজুল মিঞা)। এ মর্মে তিনি সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শিবগঞ্জ বাজারস্থ পদ্মা সিনেমা হলের বারান্দায় সংবাদ সম্মেলন করেন।
বিএনপির মেয়র প্রার্থী ওজিউল ইসলাম বলেন; গত রোববার রাতে ককটেল বিষ্ফোরিত হয়। আমার দলের নেতা কর্মীরা না থাকলেও তাদের নামে গুঞ্জন শুনতে পাচ্ছি। এর ফলে আমার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ওজুল মিঞা আরোও বলেন শিবগঞ্জ আসনের বর্তমান সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নির্বাচনী আচারণ বিধি ভংঙ্গ করে নৌকা প্রীতিকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন যা মোটেও কাম্য নয়। কারন সাংসদরা হয় জনগণের অভিভাবক। পরিশেষে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা কমনা করে অবাদ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন; প্রধান নির্বাচন উপদেষ্টা এনামুল হক আলম,শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাইনুল ইসলাম মুকুল,শিবগঞ্জ উপজেলা যুবদলের সদস্য শামসুল আলম,শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আলী আহমেদ বাবু প্রমুখ।
