দেশ বিরোধী সংবাদ প্রচারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শাখা। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকে মৌলবাদের পৃষ্টপোষক আল জাজিরার বিতর্কিত ভুমিকা এবং করোনা ভ্যাকসিন নিয়ে প্রতিক্রিয়াশীলদের অপপ্রচারের বিরুদ্ধে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শাখার আহবায়ক রফিক হাসান বাবলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দোলা, সংগঠনটির সদস্য সচিব এ্যাড. রবিউল ইসলাম রবু, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য সুজাতুল আলম কল্লোল, সদস্য ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, এ্যাড. ড. তসিকুল ইসলাম, সদস্য তৌহিদুল ইসলাম টিয়াসহ অন্যরা। উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবু, এ্যাড. সাবেকুন নাহার মুক্তা, এ্যাড. আশফাকুর রহমান রাসেল, আবু সুফিয়ান, শরিফুল ইসলাম শরিফসহ অন্যরা।
বক্তারা, মৌলবাদের উষ্কানিদাতা আল জাজিরার দেশ বিরোধী প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানান। করোনা ভ্যাকসিন নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের কথায় কান না দিয়ে সকলকে ভ্যাকসিন গ্রহনের আহবান জানান। বক্তারা আরও বলেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সকলেই সুস্থ আছেন।

