Feb 8, 2021

শিবগঞ্জে নির্বাচনী প্রতীক নিয়ে সংঘর্ষ


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজারের আল-হেরা ক্লিনিকের সামনে সোমবার (৮ ফেব্রুয়ারী) সন্ধা সাড়ে ৭টায় নির্বাচনের প্রতীককে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। পরক্ষনে সেই জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে দু-জন গুরতর আহত হয়।

জানা যায়; আওয়ামীলীগের সমর্থক কমলাকান্ত পুর এলাকার জেন্টু আলীর ছেলে নাদিম (১৮), পাঁচু আলীর ছেলে সুকাম (২২) অন্যদিকে বিএনপির সমর্থক একই এলাকার মৃত জয়নালের ছেলে লালবাবু (২৫),মৃত মোশারোফ আলীর ছেলে ইমন (২০),একরামুল হকের ছেলে শান্ত (২২)সহ আরো অজ্ঞাত বেশ কজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে আওয়ামীলীগের দু-সমর্থক গুরতর আহত হয়।

শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়; আওয়ামীলীগের দু সমর্থককে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সুকাম বাড়ি চলে যায়। এবং নাদিমকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com