Feb 9, 2021

চাঁপাইয়ের বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দুঃখ দেখবে কে


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত গভীর নলকূপের (কৃষি কাজে পানির উৎস ডিপ) অপারেটরের (ড্রাইভার) গাফিলতিতে চাঁপাইনবাবগঞ্জে ব্যাহত হচ্ছে কৃষি চাষাবাদের। এতে ডিপের ড্রাইভারের দাপটে অসহায় দিন যাপন করছেন গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপাড়া পূর্ব ব্রাহ্মনগ্রামের কৃষকরা। অপারেটরের বিভিন্ন স্বেচ্ছাচারীতা ও শোষণে অতিষ্ঠ সাধারণ কৃষক। এনিয়ে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর অপারেটর পরিবর্তনের আবেদন করেছেন অর্ধশতাধিক কৃষক। অনুলিপি দেয়া হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও গোমস্তাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালককে।

ভুক্তভোগী কৃষক ও আবেদন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব ব্রাহ্মনগ্রামস্থ ২০২ নং দাগের একটি গভীর নলকূপে কাজ করেন একই এলাকার মাইনুল ইসলামের ছেলে মো. রিপন আলী। অনেকদিন ধরে কৃষকদের সাথে অনৈতিক আচরণ ও দুর্বব্যহার করে রিপন। এমনকি সে নিজেই ২০-২৫ বিঘা জমি চাষাবাদ করেন অপারেটর রিপন, যা নিয়ম বর্হিভূত। স্কীমভুক্ত কৃষকগণ জমি চাষর জন্য পানি নিতে আসলে হাঁসের পিকনিক ও অর্থ দাবি করেন রিপন।

এনিয়ে ড্রাইভারের আচরণে অতিষ্ঠ হয়ে সভার আয়োজন করে স্থানীয় কৃষকগণ। সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষক মো. বজলুর রহমান জানান, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন, সেখানে রিপনের মতো অপারেটরের কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক সমাজ। আবাদ থেকে বঞ্চিত হচ্ছে এই বরেন্দ্র অঞ্চলের কৃষকগণ। দীর্ঘদিন ধরে পানি দেয়া নিয়ে নানা টালবাহানা করছে। অবহেলিত কৃষক সমাজের পক্ষে সরকার। কিন্তু এমন রিপনের কারনে ক্ষতিগ্রস্ত দেশের খেটে-খাওয়া, হাড়ভাঙা পরিশ্রমী কৃষকরা।

কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, আমার তদন্ত করে অপারেটর রিপনকে বরখাস্ত করার দাবি করছি। পানি না পেলে আমরা কি দিয়ে চাষাবাদ করবো? দ্রুত ব্যবস্থা নিয়ে কৃষক সমাজকে বাঁচান। আমরা চাষাবাদ না করতে পারলে কি খেয়ে বাঁচবো?

এনিয়ে রিপনের সাথে যোগাযোগ করা হলে সকল অভিযোগ অস্বীকার করেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, গত ২৭ জানুয়ারী এনিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। কৃষক সমাজের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com