চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী বেলী ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি সরিয়ে আরসিসি ব্রীজের উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ-১, আসনের জাতীয় সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে
বুধবার সকালে তিনি ব্রীজটির উদ্বোধন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুকের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি এমপি শিমুল বলেন, ত্রিমোহনীর বেলি ব্রীজটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ ছিল সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে সেটিকে সরিয়ে আরসিসি ব্রীজের কাজ শুরু করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূখী কাজের ধারাবাহিকতায় আজ এটি
বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন কানসাট সলেমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সফিকুল আলম বিশ্বাস, মোঃ কামাল উদ্দিন, রেজওয়ানা কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মোঃ আনোয়ারুল হক আনু মিয়া সহ অন্যরা।
