Feb 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণগেলো দু- শিক্ষার্থীর


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় পলিটেকনিকের দুজন শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় মহানন্দা টোল প্লাজায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন;সদর উপজেলার আরামবাগ এলাকার সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান(২০), ও একই উপজেলার মিল্কি পাড়ার সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০)।

জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যবাহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মহানন্দা টোল প্লাজার সামনে পিছন থেকে একটি ট্টাক ধাক্কা দেয়। গুরুতর জখম হলে তাদেরকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে বলেন; ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com