চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদ্যপানে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। থানা পুলিশ প্রতিবেদকে জানায়; অতিরিক্ত মদ্যপানে জেলার নাম করা চিত্রাঙ্কন শিল্পি নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। মৃত্য ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর রেলবাগান এলাকার মৃত বুদুর উদ্দিন ও মৃত গোলেনুরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই ওবায়দুল হক আরোও জানান, ১৫ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় নজরুল মারা যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে নজরুল মারা গেছে। গতকাল ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে গোবরাতলা মোড়ে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ওসি মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৮।
