Feb 21, 2021

রহনপুরে পূণ্যার্থীদের মহানন্দা স্নান

এমরান আলী বাবু:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর মকরমপুর শ্মশান ঘাটে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসব পালিত হয়েছে। মকরমপুর মহাশ্বশান কমিটির আয়োজনে রোববার সকাল থেকে গঙ্গাস্নান উৎসবে জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ উৎসবকে ঘিরে নদী পাড়ে মেলা বসে। 

গঙ্গাস্নান শেষে বাড়ি ফেরার সময় প্রতেকে ঘটি-বাটিতে করে গঙ্গার জল নিয়ে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান উৎসব শুভেচ্ছা বিনিময় করতে যান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিয়াউর ররহমান,রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসবকে ঘিরে বিভিন্নস্তরের নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন।

এদিকে, এ উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ উভয়ে পাপমোচন ও পূর্ণ লাভের আশায় 
এ স্নানে আসেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com