Feb 21, 2021

চাঁপাইনবাবগঞ্জে বই মেলার উদ্বোধন


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের পাশে এই বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। 

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বই মেলায় অংশগ্রহণকারীরা। 

২১ থেকে ২৩ ফেব্রæয়ারী ৩দিনব্যাপী চলা এই বই মেলায় ভাষা শহীদ ও ভাষা নিয়ে লেখা এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শিত হয়। মেলায় ১৮টি স্টল রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com