চাঁপাইনবাবগঞ্জ জেলার চুক্তিবদ্ধ পাঠচাষিদের সাথে রাজশাহী পাঠবিজ জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপ্রতিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বাগডাঙ্গায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন; বিএডিসি চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) সায়েদুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন; রাজশাজীর বিএডিসির উপ পরিচালক ফজলে রব। রাজশাহী বিভাগের বিএডিসির যুগ্মপরিচালক (বীজ বিপণন) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন; বিএসডিসির সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান,সহকারী কমিশনার চন্দন কর,জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কানিজ তাসনুভা, পাঠবিজ ৪নং কেন্দ্রের উপ- সহাকারী পরিচালক মাহাতাব আলী, পশ্চিমাঞ্চলের পাঠ বিজের যুগ্ম-পরিচালক শেখ শহিদুল ইসলাম,সহকারী ফিল্ডম্যান রাশেদুল ইসলাম প্রমুখ। এ সময় চাষিরা তাদের বক্তবে বলেন; স্বল্প সুদের ব্যবস্হা করা,স্প্রে মেশিনসহ বিনামূল্যে সার ও বিজ চাষিদের প্রদান করা। চাষিদের পক্ষ থেকে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন; এহসান আলী (দুলাল),মোনয়ার হোসেন,মুসলিম উদ্দিন,আবু সালেহ প্রমুখ।
