Feb 18, 2021

চাঁপাইয়ে ভারতীয় সহকারী হাই-কমিশনারের পরিদর্শন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দির ও কয়েকটি স্থাপনা পরিদর্শন এবং বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের একটি চারতলা ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।
বৃহষ্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমী ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবির উদ্দিনের সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টির চার তলা ভবনের উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা:সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও শিবগঞ্জ) ইকবাল হোসাইন,বিনোদপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমীন, শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন , বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক,শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কুনাল মূখার্জি সহ অন্যরা। এর আগে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম, উপজেলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির,শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল পরিদর্শন এবং শহরের শিক্ষাভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সহকারী হাইকমিশনার।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com