Feb 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে এমপি হারুনের অর্থ বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যের(৪৫) স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের অর্থ  বিতরণ করা হয়েছে। আজ (১১ ফেব্রয়ারী) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে সদর আসনের মাননীয় সংসদ সদস্য হারুনর রশীদ এমপি র স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের অর্থ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য হারুনর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ (১) আবদুল ওহাব। সদর আসনের বিভিন্ন এলাকার ৫২ জন দুস্থ ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে তিন লক্ষ পচাত্তর হাজার নগদ অর্থ বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com