চাঁপাইনবাবগঞ্জ জেলা ২০১৯-২০ কর বছরে সেরা করদাতাদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ বৃহঃপ্রতিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলার উপকর কমিশনারের কার্যালয়ে এ সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ-জামান।
সহকারী কর কমিশনার সাদিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব এরফান আলী,আয়কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এফ.কে.এম লুৎফর রহমান,সাধারন সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
এ সময় ৭জন সেরা করদাতাদের সম্মাননা স্বরুপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
