সারাদেশ ব্যাপী ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জানান, আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ভুমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান’ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা গ্রামে ৩৬টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করবেন এবং তাদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ন কবির, স্থানীয় সংসদ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা চেয়ারম্যানগন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক ও সুধীজন। তিনি জানান, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ৪টি জেলার সাথে যুক্ত হয়ে কথা বলবেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রম সফল করার জন্য জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনানুয়ী জেলায় ১ হাজার ৩১৯ পরিবারকে গৃহ প্রদান করা হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ১৩০টি, শিবগঞ্জ উপজেলায় ৭৩৭টি, ভোলাহাট উপজেলায় ১৫৭টি, নাচোল উপজেলায় ২০০টি এবং গোমস্তাপুর উপজেলায় ৯৫টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। এরও মধ্যে গৃহ নির্মানের কাজ শেষ হয়েছে। তিনি আরও জানান, এ কর্মসুচীর আওতায় পর্যায়ক্রমে জেলার সকল ভুমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার গৃহ প্রদান করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, প্রতিটি গৃহ নির্মানে ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় হয়েছে। জেলা প্রশাসনের সরাসরি তত্বাবধানের কারনে এ কর্মসুচীতে কোন দূর্ণীতি হয়ার কোন সুযোগ নেই বলে জানান তিনি। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।