নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষে মেসার্স বাবু পল্ট্রী ফিডের উদ্যোগে মিডিয়াকর্মীদের সাথে এক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসের প্বার্শবতী ফার্মে এই মতবিনিময় হয়। মতবিনিময়কালে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ
রাজধানীবাসীকেও কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত খাদ্য সরবরাহের বিভিন্ন উদ্যোগের বিবরণ তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ জেলার
স্বনামধণ্য পল্ট্রী ও ফিস খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেসার্স বাবু পল্ট্রী ফিড’ এর পরিচালক মো. রাকিবুল ইসলাম বাবু।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক ও সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী। এসময় উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক গৌড় বাংলা’র বার্তা সম্পাদক মো. সাজিদ তৌহিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ
সম্পাদক রফিকুল আলম, জেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি মো.ফারুক আহমেদ, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান
সাজু, সাধারণ সম্পাদক মো. কামাল শুকরানা, জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. জারিফ হোসেন,আমার চাঁপাইয়ের নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান শিয়াম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।
জেলায় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে জেলার মিডিয়াকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ‘মেসার্স বাবু পল্ট্রী
ফিড’ এর পরিচালক মো. রাকিবুল ইসলাম বাবু।