Jan 1, 2021

চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব পালিত

করোনার প্রাদুর্ভাব এড়াতে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব পালিত হয়।


শুক্রবার সকাল সাড়ে ৯ টায় গ্রীণ উচ্চ বিদ্যালয়ের  ১ম ও ৯ম শ্রেণির ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান শিক্ষক রোকসানা আহমদ। এসময় গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।অন্যদিকে সকাল ১০ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের হাতে নতুন বই তুলে দেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

দুপুর ১২ টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নাহার রুবিনা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামিউল হক লিটন, প্রধান শিক্ষক ইসমাৎ আরাসহ সহকারী শিক্ষকগন। শুক্রবার জেলার অন্যান্য বিদ্যালয়েও বই উৎসব হয়েছে বলে সুত্রে জানা যায়। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীরা উল্লাস প্রকাশ করে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com