চাঁপাইনবাবগঞ্জে আজ (২১ ডিসেম্বর) সোমবার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ের কিছু এলাকায় বিদুৎ সরবারহ বন্ধ থাকবে বলে জানা যায়।
একটি সুত্র জানায়,শিবগঞ্জের মনাকষা ফিডার ৩৩ কেভি লাইনে গাছকাটার জন্য সকাল ৮ টা হতে ৪টা পর্যন্ত বিদুৎ সরবারহ বন্ধ থাকবে।
এ মর্মে;বিদ্যুৎ পিডিপি নেসকো লিঃ শিবগঞ্জ শাখা দুঃখ প্রকাশ করেছে।
