চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ফের একজন অনুপ্রবেশকারীকে আটক করেছে নওগার ১৬ বিজিবির ব্যাটালিয়নের বিজিবির সদস্যরা।আটককৃত ব্যক্তি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া এলাকার মুরাদ খানের মেয়ে আয়েশা খাতুন।
জানা যায়,২০ ডিসেম্বর রোববার বিকাল সাড়ে ৪টায় রাধানগর ইউনিয়নের বিভিষন সিমান্ত দিয়ে (পিলার নং ২১৯/ ৭১ R) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশর দায়ে বিজিবি আটক করে।পরে বিজিবি গোমস্তাপুর থানায় সোপর্দ করে।
গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়,বিজিবি থানায় সোপর্দ করেছে এবং এর নামে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৫।
