চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজোলার গোমস্তাপুর ইউনিয়নে ফড়িং চকিদারে আম বাগানে গোনাঙ্গ কেটে ও চোখ উপড়ানো একজনের লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
মৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার রাজরামপুর বালুগ্রাম এলাকার মৃত কবিরুল ইসলামের ছেলে মেহেরুল ইসলাম (৩৩)।আজ সোমবার (২১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে
গোমস্তাপুর থানা পুলিশ জানায়,ঘটনাস্থলে পুলিশ ও সিইডি টিম আছে।সংবাদ লিখা পর্যন্ত তার মরদেহ ঘটনা স্হলেই ছিলো।


