চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতাড়া ব্লকে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের জন্য ৫০ একর জমিতে প্রদর্শনীর কৃষকদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার উপকরণগুলো বিতরণ করে সদর উপজেলা কৃষি অফিস।
উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের
চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম
সরকার, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা,ঝিলিম ইউনিয়নের ব্লকের দায়িত্বপ্রাপ্ত
উপসহকারী কৃষি অফিসার আব্দুল মতিন।
কানিজ তাসনোভা জানান, ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষি যান্ত্রিকীকরণের লক্ষে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে ১৫০ বিঘা জমিতে সমলয়ে হাইব্রিড
জাতের ধান চাষা করা হবে। প্রতিবিঘা জমির জন্য ২ কেজি করে বীজ ও ৩০টি করে
ট্রে লাগবে। ওই জমির কৃষকদের মধ্যে এইসব বীজ ও ট্রে বিতরণ করা হয়েছে।
