চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডাক্তার সন্ধান পেয়েছে ভ্রামমান আদালত।তিনি হোমিও ডাঃ সেজে নিয়মতি রোগীদের সাথে প্রতারনা করতেন।এখবর পেয়ে অভিযান করে শিবগঞ্জের শ্যামপুর উপজেলার ওরমপুর গ্রামের হোমিও পল্লী ভূয়া চিকিৎসক মোঃ মাসুদ আলীকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করে।
মানুষের সাথে প্রতারণা করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার আইনের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম ১৭ ডিসেম্বর দুপুরে এই জরিমানা করেন।
মো. মাসুম আলী একজন হোমিও চিকিৎসক হয়েও ভূয়া ডাক্তার সেজে দীর্ঘদিন যাবৎ
হোমিও, এল্যাপেথিক, গাছ-গাছড়ার চিকিৎসা দিয়ে মানুষের কাছে প্রতারণা করে
আসছিল।
এ ব্যাপারে ভোক্তা অধিকার আইনের সহাকরী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান,মাসুম আলী একজন হোমিও চিকিৎসক হয়ে সে বিভিন্ন ধরনের চিকিৎসা করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাছাড়া অন্যায়ভাবে নাকের পলিপাস অপারেশন করে আসছে যাহা বিধি সম্মত নয়।তার অপরাধমূলক কাজের জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে আর কোন চিকিৎসা সেবা দিতে পারবেনা।
