বগুড়ার শিবগঞ্জে ধর্ষণচেষ্টার শিকার এক গৃহবধূর মামলা না নিয়ে যৌনকর্মী হিসেবে আদালতে চালান দেওয়ার অভিযোগে থানার ওসি এসএম বদিউজ্জামান ও পুলিশ পরিদর্শক রতন কুমারের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন শিবগঞ্জ উপজেলার সিহালি জানগ্রাম এলাকার নুর ইসলামের স্ত্রী ছাবিনা বেগম।
মামলাটি আমলে নিয়ে একজন ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্তের জন্য বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার নথিতে উল্লেখ করা হয়, গত ২৪ নভেম্বর বাদির মেয়ে ও ধর্ষণচেষ্টাকারি সিহালী ফকিরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে কলেজ ছাত্র রামিম হাসান রিমনকে শিবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। বিকেল ৪টার দিকে ওসি এসএম বদিউজ্জামান তার মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
এ সময় তাকে গালিগালাজ না করতে অনুরোধ করলে এসআই রতন তার মেয়েকে থাপ্পড় দিয়ে থানা হাজতে ঢুকিয়ে রাখেন। ধর্ষণচেষ্টাকারী রিমনের বিরুদ্ধে মামলা রেকর্ডের কথা বললে এসআই রতন কুমার ও ওসি বদিউজ্জামান তালবাহানা করে সময়ক্ষেপণ করেন এবং রিমনের পক্ষ নেন।
