বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও পথসভা করেছে বাংলাদেশ মানবাধিকার
বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জে জেলা শাখা। বৃহস্পতিবার(১০’ডিসেম্বর)
এ উপলক্ষে শহরের শান্তিমোড় হতে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সেন্টু মার্কেটের সামনে পথসভা করে।
সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ এমরান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন মেহেদী,সাংগঠনিক সম্পাদক
এড.ড.তসিকুল ইসলাম, সদস্য আসাফউদ্দৌলা প্রমুখ।
বক্তরা বলেন, মানবাধিকার প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ জন্মগত অধিকার। কাজেই
সকলের ক্ষেত্রেই মানবাধিকার নিশ্চিত হতে হবে। এজন্য সকল শ্রেণি-পেশা’র মানুষকে এক হতে হবে। শন্তির পক্ষে আওয়াজ ওঠাতে হবে। বক্তরা মাদক ও দূর্নীতির বিরুদ্ধেও কথা বলেন।
