বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর সর্বশেষ ৪১ তম স্প্যান বসছে আজ বৃহঃপ্রতিবার (১০ ডিসেম্বর)।এটি বসানোর মধ্যে দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগ মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জেলা শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।জেলা আওয়ামী কার্য্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ বকুল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সেকিনা খাতুন পারুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু,সাবেক জেলা ছাত্র লীগ সভাপতি ফাইজার রহমান কনক এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটো।
