চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় ঝিলিম ইউনিয়নেরআমনুরায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে লাইসেন্স হালনাগাদ না থাকায় দু-অবৈধ ক্লিনিকে জরিমামা করেছে ভ্রামমান আদালত।
১৬ নভেম্বর (সোমবার) বেলা ৩টায় আমনুরায় অভিযান চালায় সেখানে দু ক্লিনিককে ২৫হাজার টাকা করে মোট ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।অবৈধ দু-ক্লিনিক হচ্ছে,লেফারুন ক্লিনিক অন্যটি বরেন্দ্র ক্লিনিক।
উক্ত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আশরাফুল হক তিনি আমার চাঁপাইকে বলেন,দুটো ক্লিনিককে ৫০হাজার টাকা জরিমানা করে ক্লিনিক দুটো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আমার চাঁপাই কে বলেন,আমি নিজেও অভিযানে অংশ গ্রহন করেছি।হাল-নাগাদ না থাকায় দুটো ক্লিনিকের মালিকে জরিমানা করা হয়।এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


