Nov 17, 2020

ভোলাহাট উপ-নির্বাচনে বিএনপির বিরুদ্ধে আওয়ামীলীগ প্রার্থীর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলাদলি ইউনিয়নের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলাউদ্দীনের বিরুদ্ধে উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মোঃ আরজেদ আলী।মঙ্গলবার সকালে আরজেদ আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সুত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী আলাউদ্দীন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার ‘৩’ এর ‘ছ’ লঙ্ঘন করেছে।অভিযোগে আরজেদ আলী উল্লেখ করেছেন, উপজেলা পরিষদ, এলজিইডি’র লাইসেন্সধারী ঠিকাদার আলাউদ্দীন।তিনি ঠিকাদার বিধায় বিধিমালার ‘৩’ এর ‘ছ’ লঙ্ঘন করেছে।এবিষয়ে তিনি আইনের আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন, ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাসিনুর রহমানের নিকট।

এবিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী আলাউদ্দীনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন।
এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাসিনুর রহমান মুঠোফোনে জানান, সকাল সাড়ে ১১ টার দিকে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, বিকেলে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান বিধিমালার ‘৩’ এর ‘ছ’ বিষয়ে জানান, যদি কোন সদস্য সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার হন বা উক্ত ইউনিয়নে কোন কাজের ঠিকাদার হন তাহলে তিনি অযোগ্য হবেন।


উল্লেখ্য, ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরজেদ আলী নৌকা এবং বিএনপি মনোনীত প্রার্থী আলাউদ্দীন ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com