চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের লাইনপাড়া পাড়া নামক স্থানে ১৬ নভেম্বর সন্ধায় ট্রাক ও মোটরসাইকের মুখোমুখি সংঘষে ৩ জনের প্রাণ গেছে।
নিহতরা হলেন;ভোলাহাট উপজেলার বড়-জামবাড়ীয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে সোহের রানা (২৪),অন্যদুজন হলো গোমস্তাপুরের আমজাদ হোসেনের দুছেলে জামিল (১৫),কামিল(১৪)।ফায়ার সার্ভিস ও এস আই মো: মজিবুর জানায়,তারা ৩জন ঘটনাস্থলে নিহত হয়েছে।এছাড়াও ঘাতক ট্রাকে আটক করা হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জের সত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো শ্যামপুরের গোপালনগর এলাকার হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম বকুল(৪০)।প্রত্যাক্ষদশীরা জানায়,১৬ নভেম্বর (সোমবার) বেলা সাড়ে ১২ টায় শিবগঞ্জ গামী সিএনজি ও শিবগঞ্জ হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী ধান বোঝাই ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে নিহত সাইফুল গুরুতর আহত হলে, স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।



