চাঁপাইনবাবগঞ্জে শান্তিমোড়স্হ আজইপুর-শংকরবাটি বিল সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বিলের পাশে
মানববন্ধনে উপস্থিত ছিলেন;মানববন্ধনে উপস্থিত ছিলেন;আলহাজ্ব মাসিদুর রহমান,সনাকের সদস্য সচিব, জিলহাজ বিশ্বাস,সনাকের আহব্বায়ক, হাজী সামসুদ্দিন বাবলু,আইজপুরের বাসিন্দা শহিদুল ইসলাম,অহিদুজ্জামান অহিদ,রিমন আলী,খোরশেদ আলম,শান্তিমোড় রামকৃষ্টপুরের বাসিন্দা সেরাজুল ইসলাম,আঃকাইউম আলী,ইবনে বাপ্পী প্রমুখ।

