নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গর্বিত সন্তান পৌর এলাকার নিউ ইসলাম পুর নিবাসী, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতালের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মরহুম ইন্জিনিয়ার নজরুল ইসলাম সেন্টুর ও সমিতির বিগত দিনে মৃত্যু বরনকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতি পরিচালিত চক্ষু হাসপাতালে বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগন্জ জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুল হান্নান রজ্জু, কাওশার আলি,কামাল উদ্দীন সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
দোয়া মাহফিলে আলোচনা ও দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান।

