Nov 8, 2020

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত





আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জঃ
৮  নভেম্বর, ২০২০তারিখ সকাল ৯.০০ ঘটিকায় কৃষি বিপণন অধিদপ্তর, কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুম কক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার মোট ৬০ জন কৃষক,ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকারী,আমদানি ও রপ্তানিকারক গণণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
কৃষি বিপণন অধিদপ্তর,রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোছাঃ তাসলিমা খাতুন (উপসচিব ), প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব শাহনাজ বেগম নিনা।
আরো উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর,
প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রশাসন এসএম সাঈদ  হাসান। প্রশিক্ষণ কার্যক্রমের সহযোগিতা করেন মোহাম্মদ নূরুল ইসলাম,
বাজার অনুসন্ধানকারী,চাঁপাইনবাবগঞ্জ এবং
মোঃ আমজাদ হোসেন সরকার,হিসাব রক্ষক,
কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প,
খামারবাড়ী, ঢাকা। উক্ত প্রশিক্ষণে কৃষিপণ্যের পোস্ট হারভেস্ট হ্যান্ডেলিং প্রসেসিং এবং প্যাকেজিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com