চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবি জানিয়েছে রহনপুর উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ। মঙ্গলবার তারা রহনপুর রেল স্টেশন মাস্টারের সাথে দেখা করে ট্রেন চালুর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন রহনপুর উন্নয়ন আন্দোলন নেতা আশরাফুল ইসলাম আশরাফ. নাজমুল হুদা খান রুবেল. সেলিম উদ্দিন. আওয়ামী লীগ নেতা জালালউদ্দিন আকবর মুক্তি. জাহিদ হাসান মুক্তা. মতিউর রহমান খান মতি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা জানান. গত ১৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও রহনপুর রেলওয়ে স্টেশন থেকে করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া লোকাল ও ও কমিউটার ট্রেন অজ্ঞাত কারণে পুনরায় চালু হয়নি। তারা উক্ত ট্রেন দুটো অবিলম্বে চালুর জন্য রেলওয়ে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অন্যথায় ট্রেন চালু না হলে এলাকার জনসাধারণ কে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।
পরক্ষণে এ বিষয়ে সন্ধ্যার পর সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলামের অফিস কক্ষে কমিউটার ট্রেনের সার্বিক খোঁজখবর নেন ও রেলওয়ে মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহীর কান্তি গুহ এর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি় কমিউটার ট্রেন পুনরায় চালু করার আশ্বাস প্রদান করে।