চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে এপর্যন্ত ১৬জন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃজাহিদ নজরুল চৌধুরী।
তারমধ্যে,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ০৬জন,শিবগঞ্জ উপজেলায়২ জন,নাচোল উপজেলায় ০৫জন ভোলাহাট উপজেলায় ০৩জন।কিন্তু জেলার গোমস্তাপুর উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস সনাক্ত হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে আজ মোট হোম করেন্টাইয়নে ছিল ৩০৮৬জন,আজ মোট প্রাতিষ্ঠানিক করেন্টাইয়নে ছিলো ০৭জন।মোট হোমসহ প্রতিষ্ঠানিক করেন্টাইয়ন থেকে ছাড় পেয়েছে ৪৫৬৮জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে গতকাল ১২তারিখ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৯১জনের,যার মধ্যে আছে পুলিশ,সাংবাদিক,সেচ্ছাসেবকসহ জেলার বাইরে থেকে আসা ব্যক্তিবর্গরা।মোট নমুনা সংগ্রেহ রিপোর্ট এসেছে ১৬জন করোনা আক্রান্ত সহ ৫০৩জন মোট ৫২২জন।এখনো নমুনা সংগ্রহের রিপোর্ট পাওয়া যায়নি ৩৬৯জনের।
জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার থেকে তথ্যপাওয়া যায় যে,যে যে উপজেলায় করোনা শনাক্ত হয়েছে,তাদেরকে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলার অভিভাবক এজেডএম নুরুল হকের নির্দেশনায় তাদের সকলকে ফলমূলাদিসহ নগদ ০৫হাজার টাকা করে শুভেচ্ছান্তে দিয়েছে বলে নিশ্চিত করেন।
জেলা প্রশাসক এজেডএম নুরুল হক জেলার বাসিন্দা সকলে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে বলাসহ ঈদের ছুটিতে এক উপজেলা থেকে অন্য উপজেলায় না যাওয়ার নির্দেশ দিয়েছেন।
