নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ
সদর উপজেলায় ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার (১৩
মে) বিকেল ৫ টার দিকে শিবগঞ্জ থানার দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয় মাঠ হতে ১ হাজার পিস ইয়াবাসহ
তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে একটি
মোবাইল ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার রাতে
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়
গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মাদকের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
র্যাব-৫
আরও জানায়, মিজানুরকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন
আছে।
