May 15, 2020

চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাত নিয়ে উৎকণ্ঠায় চাষিরা

চাঁপাইনবাবগঞ্জের মধুফল আমের স্বাদ নেয়ার অপেক্ষা শেষ হতে চলেছে।করোনার প্রভাবে আম বাজারজাত করা নিয়ে চাষিদের মাঝে উৎকন্ঠা থাকলেও প্রশাসন বলছে কোন অসুবিধাই হবে না।


১৫ই মে থেকেই নামতে শুরু করবে গুটি আম।  এরপর পর্যায়ক্রমে আসবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়াসহ নানা জাতের আম। সুস্বাদু ফল আমের জন্য বিখ্যাত রাজশাহী। তবে, এবার আমের মৌসুম জুড়েই করোনার প্রভাব।

জেলা প্রশাসন থেকে আম নামানোর সময়সীমা বেঁধে দেয়া হয়নি আম পাকলেই বাজারে নামাতে পারবে বলে চলতি মাসের এক সভায় এবক্তব্য নিশ্চিত করেন জেলা প্রশাসক। এই সময়সীমা না নির্ধারণে খুশি চাষিরা। এতে গুটি আম ১৫ই মে, গোপালভোগ ২০শে মে, রাণীপছন্দ ও লক্ষণভোগ ২৫শে মে, হিমসাগর বা খিরসাপাত ২৮শে মে, ল্যাংড়া ৬ই জুন, আমরুপালি ও ফজলি ১৫ই জুন, আশ্বিনা ও বারী-৪ আম ১০ই জুলাইয়ের পর নামানো যাবে।


আম চাষিদের একজন বলেন, ১৫ই মে সরকার আমের জন্য যে সময়টা দিয়েছে সেটাই ন্যায্য সময়।সময় ঠিক আছে, আমের গাড়ি না যেতে দিলে সমস্যা তো হবেই।অন্যদিকে জেলার আম ব্যবসায়ী দূরুল হোদা বলেন;করোনার প্রাদূর্ভাবে আম বাগানের অনেক ক্ষয় ক্ষতি হতে পারে;কুরিয়ার সার্ভিস যদি না চালু থাকে তাহলে জেলার আম ব্যবসায়ীরা পড়বে চরম বিপাকে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়;৩৩ লক্ষ হেক্টর জমিতে ২ লাখ মেট্রিক টন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।


জেলা প্রশাসক এজেডএম নুুুুরুল হক বলেন,
পরিবেশ বিবেচনা করে, আমের সুনাম ধরে রাখতেই চাষিদের পরিপক্ক আম নামাতে সময়সীমা নির্ধারণ করা হয়নি।তিনি বলেন আরোও বলেন, ‘কৃষক, ব্যবসায়ী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ে উপজেলা পর্যায়ে কাজ চলছে যে, আম নামার সাথে সাথেই যেন বাজারজাত করণে কোন সমস্যা না হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com