গোমস্তাপুরে গগলস এবং ফেসশিল্ড প্রদান করলো ওয়ালটন
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা হেল্পলাইন,মানুষ মানুষের জন্যসহ জাগ্রত তরুণ সংগঠন ও বন্ধনের সার্বিক সহযোগিতায় করোনা প্রতিরোধী সামগ্রী অর্থাৎ গগলস্ এবং ফেসশিন্ড প্রদান করেন ওয়ালটন গ্রুপ।
ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. শামিউল ইসলাম। জানায় এ কর্মসূচি অব্যহত থাকবে ও আগামীতে ভোলাহাট ও নাচোল উপজেলায় গোমস্তাপুর উপজেলার হেল্পলাইনের আহবায়ক পারভেজ শেখের মাধ্যমে দেয়া হবে বলে জানান।গত দুদিন থেকে গোমস্তাপুর উপজেলার,স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ডিসপেনসারি,পুলিশ ফাঁড়ি,স্থানীয় থানা,গুলোতে গগলস্ ও ফেসশিল্ট প্রদান করেন।
ইঞ্জিনিয়ার শামিউল ইসলাম জানান;মহামারী করোনা প্রাদুর্ভাবে সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসা প্রয়োজন।
গোমস্তাপুর হেল্পলাইনের আহ্বায়ক পারভেজ শেখ জানান,করোনায় একে অপরের নিরাপত্তার বিষয়টা সর্বোচ্চ জোরদার করা দরকার।তাই এরকম করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা ওয়ালটন গ্রুপ কে জানায় সাধুবাদ।


