করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশেষসভা অনুষ্ঠিত হয়েছে।
৪ মে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।
উপস্হিত ছিলেন,জেলা প্রশাসক এজেডএম নুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ-জামান,পুলিশ সুপার এইচ এম আব্দুর রকিব,সিভিল সার্জন ডাঃজাহিদ নজরুল চৌধুরী,সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখিত সভায়,চাঁপাইনবাবগঞ্জ জেলার বিদ্যমান করোনা পরিস্থিতিতে গৃহীত প্রদক্ষেপ ও প্রতিরোধে করণীয় বিষয়সহ হাট বাজারের অবস্থা ও গ্রামাঞ্চলে ধানকাটা কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

