May 4, 2020

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজির ত্রাণ বিতরন

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজির ত্রাণ বিতরন 


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় -৫৯ বিজিবির উদ্দ্যেগে ৯ টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপির কমান্ডারদের নেত্ত্বতে সামাজিক দুরুত্ব বজায় রেখে  গরিব, অসহায় ও হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন করা হয়।

আজ(৪ই মে)সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার ০৯টি বিওপিতে ত্রান সামগ্রী দেওয়া হয়।

প্রতিটি পরিবারকে চাল ৬ কেজি,  আটা ২ কেজি, সুজি ২৫০  গ্রাম, ডাল ১ কেজি, তেল ৫০০ গ্রাম, বিস্কুট ১ টি, লবণ ৫০০ গ্রাম করে মোট ৪০৬ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী  বিতরণ করা হয়





প্রতিনিধির সরজমিনের সংবাদের ভিত্তিতে,চাকপাড়া ও আজমতপুর বিওপির  ত্রাণ বিতরণে উপস্হিত ছিলেন শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক,ওয়ার্ড সদস্য জিন্নুর রহমান ,চাকপাড়া বিওপির নায়েক সুবেদার তোফাজ্জল হক এবং আজমতপুর বিওপির নায়েব সুবেদার রেনু মিয়া প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com