এমরান বাবু:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্বাসকষ্ট ও
কাশি নিয়ে নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া ওই যুবক ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ছোট
জামবাড়িয়া গ্রামের আন্জার আলীর ছেলে হৃদয়(১৭)। তবে হাসপাতাল কতর্ৃপক্ষকে অবহিত না করে তার লাশ নিয়ে যায় স্বজনরা।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন আহম্মেদ জানান,রোববার দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় ওই যুবক চিকিৎসা নিতে এলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির কিছুক্ষন পর সে মারা যায়।
তবে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে যুবকের সাথে আসা স্বজনের উদ্ধৃতি দিয়ে জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফারিকুল ইসলাম জানান, ওই যুবক বেশ কিছুদিন থেকে কাশিসহ শ্বাসকষ্টে ভুগছিল হাসপাতালে তার যক্ষা পরীক্ষা করা হয়। তবে তার যক্ষা ধরা পড়েনি বলে
রিপোর্টে জানা গেছে।
