চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গতকাল পর্যন্ত সর্বমোট ৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫টির রিপোর্ট নেগেটিভ এসেছে এবং বাকি ৪৩টির রেজাল্ট পেনডিং রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া। তিনি জানান, মোট ৫৮টি নমুনার মধ্যে ১৫টির ফলাফল নেগেটিভ এসেছে আর বাকি ৪৩টির নমুনার ফলাফল এখনও আসেনি।
এর মধ্যে নেজামপুর ইয়নিয়নের সোনাডাঙ্গা, হাটবাকইল ও নেজামপুর বাজার ও লক্ষিপুরে ২৮টি কসবা ইউনিয়নের আখিলা গ্রামের ১২টি, ও নাচোল পৌরসভার ৩টি। সংগৃহিত নমুনার সকল লোকই প্রায় ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্রগ্রাম থেকে নাচোলে এসেছেন এবং তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলোর মধ্যে তেমন কোন উপসর্গ নেই বলেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান। এদিকে উল্লিখিত ইয়নিয়নের জনপ্রতিনিধিগণ, এলাকার জনগণসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলো নমুনা ফলাফলের ইতিবাচক আশায় অনেকটা উৎকন্ঠার মাঝে দিনযাপন করছেন।
কোয়ারেন্টাইনে থাকা লোকেরা জানান, পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব ও পরিবার ছেড়ে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে তাদের ভাল লাগেনা। নমুনার ফলাফল নেগেটিভ হলেই তারা সিজ্ঞিরি বাসায় পরিবারের কাছে ফিরে যেতে চান।