করোনার প্রদূর্ভাবে এবার চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে থাকছেনা ইফতারি সমাহারের পণ্যসামগ্রী বা ইফতারি বাজার।
বিশ্বজুড়ে প্রাণঘাতী মহামারী করোন ভাইরাসকে কেন্দ্র করে জন-সমাগম স্থানগুলো এড়িয়ে চলতে বলেছেন বিশ্ব-স্বাস্থ সংস্থা(WHO)।তারই ধারাবাহিকতায় এবার থাকছে না ইফতারি বাজার।
এলাকার বিজ্ঞ লোকেরা বলছে,করোনার
প্রাদূর্ভাবে ইফতারি বাজার না করাই ভালো,নতুবা মানা হবেনা সামাজিক দূরত্ব।
এবিষয়ে একজন শিক্ষকের সাথে কথা বলে জানা যায়,এ প্রাণঘাতী ভাইরাসকে সহজ সরল ভাবলে হবেনা,এটা অতান্ত প্রাণঘাতী ভাইরাস।আর প্রাণঘাতীকে পারেই একমাত্র সচেতনতায় করোনার মোকাবেলা করতে।সুতরাং আতঙ্কিত না সচেতন হওয়ার আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা কমিটি জানায়,নব-নির্বাচিত আইজিপি বেনজির আহমেদর ভাষ্যনুযায়ী এভার কোথাও ইফতারি বাজার বসানো যাবেনা,যদি বসে তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।পরক্ষনে যদি কোথাও বসে তাহলে সামাজিক দূরত্বসহ জন-সনাগম এড়িয়ে চলতে হবে,এটা পারবেনা চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাই অযথা শাস্তির সম্মুখীন না হয়ে ইফতারি বাজার না করায় ভালো।