Apr 16, 2020

সভাই তেরাণ প্যায়াছে, হারা এখনোও পাইনি


ত্রাণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২ শতাধিক লোককে হাহাকার করতে দেখা যায়। তারা কোন জায়গায় ত্রাণ সহায়তা না পেয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি হাতে নিয়ে জেলা প্রশাসকের নিকট হাজির হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত তাদেরকে ত্রাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অপেক্ষা করতে দেখা যায়।


ত্রাণ প্রত্যাশীরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১, ২,৬,৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান। ১৫ নং ওয়ার্ডের সাইফুদ্দীনের স্ত্রী নুরজাহান (৬০) জানান, কমিশনার নিখিলের কাছে কোন ত্রাণ সহায়তা না পেয়ে ডিসি’র কাছে ত্রাণের জন্য এসেছি। কিন্তু এখানে কোন ত্রাণ দেয়া হবেনা বলছে। আমাদের মেয়র আর কমিশনারের সাথে যোগাযোগ করতে বললো।

৩ নং ওয়ার্ডের বাসিন্দা করিমন বেওয়া (৬৫) বলেন, কমিশনার মুখ চিনে চিনে ত্রাণ দিচ্ছে। আমি এখনও কোন ত্রাণ পায়নি। সকালে ডিসি অফিসে আইডি কার্ডের ফটোকপি জমা নেয়ার পর এখন ফেরত দিয়ে কমিশনারের সাথে যোগাযোগ করতে বললো(সভাই তেরাণ প্যায়াছে;হারা এখনোও পাইনি)।

২ নং ওয়ার্ডের বাসিন্দা নিতাই কর্মকারের স্ত্রী শ্রীমতি নয়নী জানান, বাচ্চাদের ক্ষিধার কান্না থামাতে না পেরে বাধ্য হয়ে ডিসি’র কাছে ত্রাণের জন্য এসেছি। কিন্তু ডিসি আমাদের কোন কথা না শুনেই তাড়িয়ে দিলেন।

উপস্থিত এক হিন্দু সম্প্রদায়ের নেতা জানান, ডিসি আমাদের কোন ব্যবস্থা না করলে আগামী শনিবার আমরা হিন্দু সম্প্রদায় শিবতলা মোড় ও বিশ্বরোডে সমবেত হবো। তিনি  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহায্য দেয়ার জন্য ত্রাণ পাঠিয়েছে। কিন্তু আমরা এখনও কোন ত্রাণ পায়নি।

এবিষয়ে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান জানান, নিতাই কর্মকারের নাম তালিকায় আছে। নিতাইকে দলীয়ভাবে সাহায্য দেয়া হয়েছে। এ পর্যন্ত ৭৩৮ জনের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সকলকে ত্রাণ সহায়তা দেয়া হবে। তিনি জানান, কিছু পরিবার আছে যাদের স্বামীরা আমার কাছে ত্রাণের জন্য আসছে, স্ত্রীরা যায় ডিসি’র কাছে, সন্তানেরাও যায়। এভাবে তো সম্ভব না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান এবিষয়ে বলেন, জেলা প্রশাসকের কার্যালয় হতে কোন ত্রাণ সহায়তা দেয়া হয়না। সংশ্লিষ্ট মেয়র বা কমিশনারের তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা দেয়া হবে। তাই তাদের মেয়র অথবা কমিশনারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশানুযায়ী যাচাই-বাছাই পুর্বক তালিকা তৈরির মাধ্যমে কর্মহীন সকলকে ত্রাণ সহায়তা দেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com