জানা যায়, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলাম এর জন্ম তারিখ (১০/০৪/১৯৫৯) মোতাবেক গত ১০ এপ্রিল /২০১৯ তার ৬০ বছর পূর্ণ হয়। কিন্তু তিনি কোন নির্দেশনা তোয়াক্কা না করে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন বলে অভিযোগ উঠলে উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ারুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের মাধ্যমে এক বছর অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সময় বর্ধিত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া এক বছর সময় গত ৯ ই এপ্রিল /২০২০ মেয়াদ শেষ হলেও তিনি কাউকে দায়িত্ব হস্তান্তর না করেই এখনও অধ্যক্ষ পদে বহাল রয়েছে।
উল্লেখ এর পূর্বে বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলামকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এই নির্দেশ দিয়েছিলেন মো. এনামূল হক হাওলাদার উপ-পরিচালক (কলেজ-২)। সাক্ষরিত নির্দেশ পত্রে জনবল কাঠামো ২০১৮ এর ১৩ ধারা অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল।
১৭ জুন, ২০১৯ মোতাবেক প্রেরিত পত্রে জনবল কাঠামো ২০১৮/১৩ ধারা অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষকের নিকট দায়িত্ব হস্তান্তরের জন্য চিঠি দেয়া হয়েছিল।
এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত ১২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০১৮ এর ১১.৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়, বয়স ষাট বছর পূর্ণ হলে কোন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান বা শিক্ষক কর্মচারীকে কোন অবস্থাতেই পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না। সে অনুযায়ী তার অধ্যক্ষ দায়িত্ব পালনের সুযোগ নেই। অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠ শিক্ষক দায়িত্ব পালন করবেন।
এ পরিপ্রেক্ষিতে ১৭ জুন তারিখে এ এস এম মনোয়ারুল ইসলাম কে অধ্যক্ষ পদের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে উত্তর বাংলা কলেজের দায়িত্ব পালন রত বর্তমান অধ্যক্ষ এ এস এম মনোয়ারুল ইসলাম কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি এখনও স্বপদে আছেন।এবং এ বিষয়ে বিস্তারিত জানতে হলে এ প্রতিবেদককে ১৫ ই এপ্রিল তাহার অফিসে ডাকেন।
এ বিষয়ে উত্তর বাংলা কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল ইসলাম (পাভেল) দৈনিক অধিকারকে জানান, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্রে সুস্পষ্ট নীতিমালায় দায়িত্ব হস্তান্তরের কথা উল্লেখ থাকলেও তিনি দায়িত্ব হস্তান্তর করেননি। তিনি দায়িত্ব হস্তান্তর না করলে আমার করার কিছু নাই।’ এ বিষয়ে আমি কিছু জানিনা।
উত্তর বাংলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে ফারহানা আক্তার কলেজ সহকারী পরিচালক (কলেজ-৩) সাক্ষরিত আরও একটি স্মারক যাহার নম্বর ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০১০.২০১৯/২৯১৬/৪ মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যেই অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তরের জন্য নির্দেশ করা হয়েছিল।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ কমিটির একজন অভিভাবক সদস্য বলেন, তিনি এখনও কাউকে দায়িত্ব হস্তান্তর করেননি। তবে তিনি আরো এক বছর স্বপদে থাকবেন। মোট কথা হাইকোর্টে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্বে বহাল থাকবেন।
উত্তরবাংলা কলেজের সভাপতি নজরুল হক মতি জানান, এ বিষয়ে আমি তেমন কিছুই বলতে পারব না, সব অধ্যক্ষ জানেন।
