চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
গেস্খফতারকৃত ধর্ষকরা হলো- জেলার গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে মো. জহুরুল ইসলাম ওরফে জনি (২১), মো. কামরুল ইসলামের ছেলে মো. নিশান আলী (২২), মো. দূরুল ইসলামের ছেলে মোহা. শামীম রেজা (২২) এবং মো. সেন্টুর ছেলে মো. হিমেল (২৩)।
ধর্ষকদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক সোমবার বেলা সোয়া ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া গ্রামে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ওই সময় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের গোপন ভিডিও মোবাইল ফোনে ধারন করে আসামীরা। এরপর থেকেই ওই ৪ আসামী গোপন ভিডিও ফেসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়ায় ফাঁস করার ভয় দেখিয়ে কিশোরীকে বহুবার ধর্ষন ও তার কাছ থেকে নগদ অর্থ আদায় করে। এরই প্রেক্ষিতে রোববার দিবাগত গভীর রাত দেড়টায় সোমবার র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোমস্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে কিশোরী গণধর্ষণের ৪ হোতা জনি, নিশান, শামীম এবং হিমেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় অভিযানে গ্রেফতারকৃত আসামীদের মোবাইল ফোন, পেনড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গোমস্তাপুর থানায় ্একটি নিয়মিত মামলা দায়ের করা রয়েছে বলে জানান সহকারী পরিচালক।
