Apr 1, 2020

পরিবার নিয়ে বিপাকে অটো চালকরাঃ সাহায্যের আবেদন


বৈশ্বিক সমস্যার কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। মহামারী করোনার কারণে দীর্ঘ ছুটি আর অঘোষিত লকডাউনের কারণে পরিবার নিয়ে বিপদে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার অটো-রিক্সা চালকরা। লোকজন ঘর হতে বের না হওয়ার কারণে তারাও এখন ঘরে বন্দী। ‍দুই একজন জীবনের ঝুঁকি নিয়ে অটো-রিক্সা বের করলেও যাত্রী সংকটে খরচ উঠানো যায়না।
এমন পরিস্থিতিতে জেলার অন্যান্য পেশাজীবীর পরিবার সরকারি, বেসরকারিভাবে খাদ্য সহায়তা পেলেও উপেক্ষিত অটো চালকরা। এমন অবস্থা চলতে থাকলে তারা পরিবার নিয়ে অনাহারে পড়তে পারে।
তাই তাদের পাশে এসে দাড়ানোর আহবান জানিয়েছেন, বাংলাদেশ অটো-বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির জেলা সভাপতি মোঃ শাজাহান আলী। কর্মহীন অটো চালকদের খাদ্য সহায়তা দেয়ার আহবান জানিয়ে তিনি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র বরাবর আবেদন করেছেন।
১ এপ্রিল দুপুরে জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর মেয়র বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, প্রশাসন ঘোষিত সব নির্দেশ মেনে অটো চালকরা অটো বন্ধ রাখার পক্ষে। তবে বাড়িতে খাদ্যের অভাব দেখা দেয়ায় কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে অটো বের করলেও কাঙ্খিত যাত্রী না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরছে। তিনি বলেন, জেলায় অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে অটো শ্রমিকরা। তিনি এই বিপাকে পড়া অসহায় কর্মহীন অটো শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়ার জন্য প্রশাসনসহ বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com