বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে বৈশ্বিক অর্থনীতি যখন হুমকীর মুখে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় দেশব্যাপী লকডাউন পদক্ষেপ নিয়েছেন সরকার। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে অসহায় ও দিন এনে দিন খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। দেশের এ লক ডাউন অবস্থানের কারনে কর্মহীন হয়ে পড়েছে কৃষক, শ্রমিক, কুলি, মজুর, সহ অনেকে। কাজ না থাকায় অনেকে ঘরে জুঁটছে না বেলা দু' মুঠো খাবার।
ঠিক সে সময় ওই সকল অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট চেম্বার অফ কর্মাসের তিনবারের সফল পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম স্বপন।
৩০ মার্চ (সোমবার) লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায়, কর্মহীন, দুঃস্থ ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পুনরায় আলোচনায় এসে লালমনিরহাট পৌরবাসির হৃদয়ে তরুন সমাজসেবক ও মানবিকতার ফেরিওয়ালা নামে খ্যাত রেজাউল করিম স্বপন।
লালমনিরহাটের স্থানীয়রা মনে করেন,দেশ যখন করোনা ভাইরাসে সংক্রামিত হতে চলেছে। মানুষ যখন আতংকে দিন পার করছে। আর জনগনের প্রতিনিধিরা যখন জনগনের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে ঠিক তখনি মানবিকতার দায়িত্ব কাঁধে নিয়ে করোনা প্রতিরোধে জনসচেতনায় সস্ত্রীক মাঠে নেমে মানুষের দ্বারে দ্বারে তিনি পৌঁছে দিয়েছেন করোনা ভাইরাসের সর্তক বার্তা। তিনি প্রমান করেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
অপর এক স্থানীয় বলেন, রেজাউল করিম স্বপন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এমনিভাবে আর কেউ অতীতে দাঁড়ায়নি। এ বিপদের দিনে আমরা যাদের ভোট দিয়েছি তারা আমাদের খবরও নিতে আসেনি।
এ বিষয়ে রেজাউল করিম স্বপন বলেন, এ সমাজের একজন মানুষ হিসাবে দেশের এ ক্রান্তিলগ্নে জনসচেতনতা, সামাজিক দুরত্ব বজায়, লোক সমাগম এড়িয়ে চলতে মানুষকে আমার বার্তা পৌঁছে দিচ্ছি। পৌরসভার সকল এলাকায় হাত ধোঁয়ার জন্য পদক্ষেপ গ্রহন করেছি। বিতরণ করেছি হাত ধোঁয়ার জন্য সাবান, ব্যবহারের জন্য মাস্ক, এবং শহর কে করোনামুক্ত রাখতে নিজ উদ্যোগে নিজ অর্থায়নে পানির লবি দ্বারা সকল এলাকা রাস্তাঘাট ব্লিচং মিশ্রিত পানি দ্বারা স্প্রে করেছি।
তিনি আরো বলেন, লালমনিরহাটের সন্তান হিসাবে দূর্যোগময় মুহুর্তে এলাকাবাসীর পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
