বজ্রপাতে ১৪ বছরের তরুনীর মৃত্যু
May 20, 2021
May 16, 2021
চাঁপাইনবাবগঞ্জে বিষপানে কিশোরের মৃত্যু
তিনি বলেন, নিজ বাড়িতে পারিবারিক কোলাহের
জের ধরে, বাড়ির সবার অগচরে বিষপান করে। কিছুক্ষণ পর জালা যন্ত্রণা সইতে না পেরে ছটফট
করতে থাকে। বাড়ির লোকেরা টের পেলে পরিবারের লোকজনেরা চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক
সদর হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হয়। হাসপাতাল পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
তিনি আরোও জানান, পরিবারের লোকজন থানায় না জানিয়ে ওই মরদেহ বাড়িতে যায়। এ
বিষয়ে নাচোল থানা পুলিশ সংবাদ পেয়ে ওই মৃত ব্যক্তির বাড়িতে যায়। বাড়ি থেকে মরদেহটি থানায়
আনা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফের ওই আধুনিক সদর
হাসপাতালে পাঠানো হয়।আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহটি তার পরিবারের নিকট প্রেরণ করা হবে।
May 15, 2021
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
May 5, 2021
চাঁপাইনবাবগঞ্জের দু-পক্ষের সংঘর্ষে আহত ১০
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে
ধান কুড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মে)
বিকেল সাড়ে ৪ টার দিকে ফতেপুর ইউনিয়নের টাকাহার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভূটভুটিতে করে নিয়ে যাচ্ছে আহত ব্যক্তিকে হাসপাতালে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধান কুড়াতে কেন্দ্র করে টাকাহার
গ্রামের হাসমতের স্ত্রী বেবি (৩০) ও মৃত মুখলেসের স্ত্রী সাবেরা (৫০) এর মধ্যে কথা
কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন হাজির হয়ে
সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে ১০-১২ জন আহত হয়। তবে আহতদের মধ্যে ৩-৪ জনকে নাচোল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- টাকাহারা গ্রামের সৈয়দ আলীর ছেলে হাসমত ও ইউসুফ, রফিক,
সমিজ, নজরুল, আরজিনা, রিপন, সাবেরাসহ আরো ২ জন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, আহত ৩-৪ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে
জানান ওসি সেলিম রেজা।
চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের কর্মীরা
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংকটের কারনে কৃষকের
ধান কেটে দিলেন নাচোল উপজেলা ছাত্রলীগের কর্মীরা।গতকাল মঙ্গলবার মাদ্রসাপাড়ার এম.মিয়া
নামের এক কৃষকের ১৫ কাঠা জিরা ধান (সরু জাতের ধান) ধান কেটে দেন তারা।
ওরা কাটছে ধান।
নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম
আহমেদ আমার চাঁপাই কে জানান, আমাদের এ সংগঠনের এক কর্মী নাম তার সজল।তাকে ওই কৃষক এম.মিয়া
শ্রমিক সংকটের কারনে জমিতে থাকার ধানগুল কাটতে পারছিলো না বলে জানান।আবহাওয়া অধিদফতর
বারবার ঝড় ও বৃষ্টির পূর্ভাবাস দিয়ে যাচ্ছিলো।এ কারনে বারবার ওই কৃষকের মনে ধান নিয়ে
শঙ্কায় ছিলেন।
যখন আমাকে ওই কর্মী সজল বিষয়টি বললো, তখন
আমার নাচোল উপজেলার ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মন’কে জানাই। তিনি সকল কে একযোগে
ধান কাটার নির্দেশ দিলেন।তারই (সভাপতি) নির্দেশে ওই কৃষকের ধান কেটে দেয় নাচোল উপজেলা
ছাত্রলীগের নেতা-কর্মীরা।ধান কাটার কালে উপস্থিত ছিলেন, আজিম, সিয়াম, শ্রাবন, সজলসহ
আরোও কয়েকজন নেতাকর্মী।এ সময় এম মিয়ার ধান কেটে বাড়ির উঠানে তুলে দেয় ছাত্রলীগের কর্মীরা।
কৃষক এম.মিয়া জানান, আমি সব সময় ভাবছিলাম
কেমন করে ধানগুলা কেটে ঘরে তুলবো।কথায় কথায় আলোচনা করতে করতে সজলও বিষয়টি আবগত হয়।
পরে ছাত্রলীগের ছেলেগুলা আমার ক্ষেতের ধান কেটে দিবেন বলে আমায় সম্মতি দেয়। পরে তারা
তাদের কথা রেখেছে।ওই কৃষক নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম সহ উপজেলা ছাত্রলীগের
নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
May 3, 2021
গোমস্তাপুর ও নাচোল বাসীর জন্য সুখবর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট নিরসনে চলতি মে মাসেই চালু হচ্ছে আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুত সঞ্চালন লাইন। বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো,গোমস্তাপুরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আ: হান্নান।
Apr 27, 2021
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের গাছে ঝুলছিলো লাশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। মৃত যুবক হচ্ছে নাচোল বাজার পাড়ার মৃত:ফারুক হোসেনের ছেলে নিশান (২৩)।
Apr 20, 2021
চাঁপাইনবাবগঞ্জে মসজিদের টাকা আত্মাতের দায়ে আটক ১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ আত্মাতের দায়ে একজনকে আটক করেছে নাচোল পুলিশ। সে নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব (৪৭)।গতপরশু রবিবার ( ১৮’ এপ্রিল)দিবাগত রাতে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
নাচোল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল
ওয়াহাব।তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাচোল কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ
আত্মসাতের মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড
প্রদান করেন । কিন্তু আহসান হাবিব আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে
গ্রেফতারী পরোয়ানা জারি হয় । গতকাল সোমবার ( ১৯’ এপ্রিল) সকালে জেল হাজতে প্রেরণ
করেছে।
Apr 17, 2021
চাঁপাইনবাবগঞ্জে এক চোর পলাতক
অভিযোগ সুত্রে জানা গেছে; ফতেপুর ইউপির আমলাইন গ্রামে সরকারি একটি পুকুর ১বছরের জন্য লিজ নিয়েছেন আবু সুফিয়ান। পুকুর লিজ নেওয়ার পর থেকে সুফিয়ান মাছ চাষ করছে। কিন্তু মাছ ছাড়ার কয়েক মাস পর থেকেই উক্ত পুকুরটির মাছ কেবা কাহারা চুরি করে নেয়।
গতকাল শুক্রবার সকালে সকাল পুকুরে মাছের খাবার দিতে যায়।পুকুরের মালিক দেখতে পায় অভিযুক্ত মোস্তফা অনুমান ১০০ ফিট কারেন্ট জাল দিয়ে পুকুরে মাছ ধরছে।পুকুরের মালিক জালসহ মাছ চোর কে আটকের চেষ্টা করে।অভিযুক্ত মোস্তফা ও নুহু আলম, হেলাল উদ্দিন মোট তিন জন মিলে মাছ,জাল নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।পুকুর মালিক আবু সুফিয়ান অভিযোগ করে বলেন গত একমাসে আমার পুকুর হতে তারা ৩ জন আনুমানিক ৩০ মণ মাছ চুরি করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা।তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Apr 5, 2021
চাঁপাইনবাবগঞ্জে সরকারী বাড়িতে উঠেনি ২২ পরিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম দফায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রায় ২০০টি বাড়ি বিনামূল্যে নির্মাণ করে দেয় সরকার। গত ২৩ জানুয়ারি শনিবার সকালে সারাদেশে এসব বাড়ি হতদরিদ্রের মাঝে ভিডিও কনফারেন্সেস এর মাধ্যমে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘরগুলো হস্তান্তরের প্রায় দু’মাস পার হলেও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরোইল গ্রামে প্রধানমন্ত্রীর নির্মিত ঘরে প্রায় ২২টি পরিবার এখনও ওঠেনি। তাদের দাবী ২২ টি ঘর ব্যবহারের জন্য অনুপযোগী। একদিন সকালে ওই গুচ্ছগ্রামে প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলো ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর নির্মিত এসব ঘরে কোনো লোকজনের বসবাস নেই। তালাবদ্ধ হয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে ঘরগুলো।
ঘর হস্তান্তরের প্রায় ২ মাস পেরিয়ে
গেলেও এসব ঘরে এখনও না ওঠার কারণ জানতে চাইলে বিনামূল্যে ঘর পাওয়া সুবিধাভোগী আশরাফুল।
তিনি জানান, প্রধানমন্ত্রী আমাদের ভালোবেসে বিনামূল্যে ঘর দিয়েছেন। ইউএনও সাবিহা
সুলতানা ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেছেন। কিন্তু এসব বাড়ি এখনও বসবাস করার
যোগ্য হয়নি। ঘরগুলো মাঠের মধ্যে ফাঁকা
জায়গায় নির্মিত করা হয়েছে। নেই বিদ্যুৎ সংযোগ ও খাবার পানির ব্যবস্থা। যার কারণে এসব
ঘরে এখনও আমরা উঠিনি।
উপকারভোগী আরেকজন মহবুল। তিনি জানান,আমাদের গ্রামের
মধ্যে সরকারি অনেক খাস জমি ছিল। সে সব জায়গায় যদি বাড়িগুলো নির্মাণ করতো তাহলে এতদিনে
বাড়িতে বসবাস শুরু করতাম। কিন্তু ফাঁকা মাঠের মধ্যে নির্মিত এসব বাড়িতে কিভাবে
ছেলে মেয়ে নিয়ে বসবাস করবো।
আরোও একজন
সুবিধাভোগী জানান, বাড়ির পুরুষ গুলা কাজের জন্য বাইরে চলে যায়। আমাদের অনেকের মেয়ে
আছে। এ ফাঁকা মাঠে কেমন করে বসবাস করবো।
ফতেপুর ইউপির শিংরইল গ্রামের মেম্বার আজিজুর রহমান। তিনি জানান, হস্তান্তরের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও অনেকেই এখনও এসব বাড়িতে ওঠেনি। সেখানে খাবার পানি ও বিদ্যুৎ না থাকায় তারা যেতে চাচ্ছে না। অনেকে দাবীর নিরাপত্তার।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এ সব বিষয়ে তিনি জানান, কেন তাঁরা সরকারী বাড়িতে উঠবেনা। আমরা তো তাদেরকে ঘর বুঝিয়ে দিয়েছি। আমি খোঁজ নিয়ে দেখে; প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।